শুল্ক কমলেও কমেনি চালের দাম

Breaking News 🗞️ Somoy Tv News 🗞️ Prothom Alo News 🗞️ Bangla News Today শুল্ক কমলেও কমেনি চালের দাম
কোনোভাবেই চালের দামে লাগাম টানা যাচ্ছে না। চালের দাম কমাতে শুল্ক কমানো হয়েছে। কিন্তু এতেও কোনো লাভ হচ্ছে না। এভাবে দাম বাড়তে থাকলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা
অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বাড়ানোর পাশাপাশি স্থিতিশীলতা আনতে সরকার আগামী চার মাসের জন্য চালের আমদানি শুল্ক কমিয়েছে। এই চার মাসের জন্য চালের ওপর আরোপিত আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করেছে সরকার। একই সঙ্গে নিয়ন্ত্রকমূলক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে ১০ শতাংশে। তবে এতে খুব একটা লাভ হচ্ছে না। চালের দাম এখনো ঊর্ধ্বমুখী। প্রতি মণ ধান বিক্রি হচ্ছে গড়ে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৪৫০ টাকা দরে। এতে বাড়ছে চালের দাম। বাজারে প্রতি কেজি চালের দাম জাতভেদে ৬৪ থেকে ৮০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। এদিকে মে মাসের মূল্যস্ফীতি ছাড়িয়ে গেছে বিগত আট বছরের রেকর্ড। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি আকাশচুম্বী। মূল্যস্ফীতির এমন বেহাল দশা চালের দাম বাড়ায় আরও ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Comments

Popular posts from this blog

NordVpn unlimited premium account

IpVanish VPN Premium Account